সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে বাজার মনিটরিং 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে বাজার মনিটরিং 

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে বাজার মনিটরিং সম্পন্ন হয়েছে। 

শনিবার (৩০ মার্চ) দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে হোসেনপুর থানা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। এসময় মাছ বাজার, মাংসের দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, চাল, চিনি, কাপড়ের দোকান, মুদি দোকান ইত্যাদি পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন, ইন্সপেক্টর তদন্ত মো. টুটুল উদ্দিনসহ অন্য অফিসার ও ফোর্সরা।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি জানান, ক্রেতা সাধারণের স্বার্থে রমজান ও ঈদুল ফিতরে বাজারে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে।

টিএইচ